ষ্টাফ রিপোর্টার || বৃহত্তর খুলনা ল’ইয়ার্স সাংবাদিক কাউন্সিলের সভা বৃহষ্পতিবার খুলনা জেলা আইনজীবী সমিতির ৪নং হল রুমে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাড.এসএম. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ বার্তার সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডঃএম মাফতুন আহমেদ।
উক্ত সভায় অসংখ্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।বক্তৃতা রাখেন সংগঠনের নেতৃবন্দের মধ্যে অ্যাডঃ বাবুল হাওলাদার, অ্যাডঃ নাহিদ সুলতানা,অ্যাডঃ ফাগুনী ইয়াসমিন মিতা,অ্যাডঃ হরেন্দ্র নাথ মহলদার,অ্যাডঃ আবু হুরাইয়া সোহেল,অ্যাডঃ অসিত তরফদার, অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন,অ্যাডঃ প্রশান্ত বিশ্বাস,অ্যাডঃ রায়হান আলী,অ্যাডঃ নিত্যনন্দ ঢালী প্রমুখ।বক্তরা জুনিয়র আইনজীবীদের স্বার্থ রক্ষায় অবিলম্বে এন ও সি চালু,অপেশাদার আইনজীবীদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া,কতিপয় পেশকারের সীমাহীন দুর্নীতি,বিশেষ করে সন্ত্রাস দমন ট্রাইবুনালের পেশকার,নারী শিশু ট্রাইবুনাল-৩ এর পেশকার সহ বটতলার দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য সংগঠনের প্রধান উপদেষ্টা বার সভাপতি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।