তেরখাদা প্রতিনিধি,খুলনা || সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তেরখাদা উপজেলার শেখপুরা খাদিজাতুল কুবরা মহিলা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শারাফাত শেখ।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে উপ-রেজিস্টার্ড(প্রশাসন) স্বাক্ষরিত (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধান মালা ২০০৯ এর ৩৯ প্রবিধান অনুসারে খুলনা জেলার তেরখাদা উপজেলার খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা পরিচালনার জন্য মোঃ শারাফাত শেখ কে সভাপতি,সুপারকে সদস্য সচিব, মোঃ আলাউদ্দিনকে শিক্ষক সদস্য ও মোঃ জাহিদুল আলমকে অভিভাবক সদস্য মনোনয়ন দেয়া হয়।
এদিকে তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শারাফাত শেখকে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সভাপতি নির্বাচিত করায় এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্ট এলাকাবাসী ও দলীয় নেতা কর্মীরা খুলনা-৪ আসন তথা রূপসা তেরখাদা দিঘলিয়ার উন্নয়নের রুপকার,এ অঞ্চলের গণ মানুষের অকৃত্রিম বন্ধু, প্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মুর্শেদী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
এলাকার আওয়ামীলীগ দলীয় নেতা কর্মীরা জানিয়েছেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মুর্শেদী এর বিচক্ষণতায় একটি সত্য প্রকাশিত হলো।
এতে সংগঠনের ধারা আরো গতিশীল এবং বেগবান হবে বলে অনেকেই মন্তব্য করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।