খুলনার খবর || এক মালিকের দুইটি গাভীর জমজ বাচ্চা ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য বাগেরহাট ও পিরোজপুর জেলার বর্ডারের গাঘেঁষা নাজিরপুর উপজেলার সামত্তোগাতী গ্রামের পরিমল রায়ের দুইটি গাভিতে জমজ বাচ্চা হয়েছে দুইটি গাভিরই একটি বকনা বাচ্চা এবং একটি ষাঁড় বাচ্চা হয়েছে।
পরিমল রায় বলেন আমার তিন মাস আগে একটি গাভীতে দুইটি বাচ্চা হয় যার একটি বকনা এবং ষাঁড় হয়। গত দুইদিন আগে আর একটি গাবিতে একটা বকনা এবং একটা ষাঁড় বাচ্চা হয়। এতে আমি অনেক খুশি।দ্বিজেন মন্ডল নামে এক ব্যক্তি বলেন আমি অনেক দূর থেকে দেখতে এসেছি এ ঘটনা শুনতে পেয়ে অনেক জায়গায় যমজ বাচ্চা হয় কিন্তু এখানে একই বাড়িতে দুইটি গরুতে চারটি বাচ্চা হয়েছে এটি একটা বিরল ঘটনা।
চিতলমারি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত প্রজনন কর্মী গোবিন্দ হীরা বলেন, আমি দীর্ঘ নয় বছর যাবত এই কাজ করে আসছি সুনামের সাথে। আমি মাইক্রোস্কোপের সাহায্যে কৃত্রিম প্রজনন ঘটাই। এই বছরের আমার হাতে একই মালিকের দুটি গরুতে জমজ বাচ্চা হয়েছে। ইতিপূর্বেও আমার হাতে অনেকগুলো জমজ বাচ্চা হয়েছে। সব গরুগুলি সুস্থ সবল আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।