এস,এম শামিম,দিঘলিয়া || খুলনার দিঘলিয়ার পথেরবাজারে প্রায় সব দোকানেই ঈদের বেচাকেনা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। জমে উঠতে শুরু করেছে ঈদবাজার। পছন্দের জিনিসপত্র কিনতে দিঘলিয়ায় ছোট বড় যত মার্কেট আছে সেখানে ছুটছে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। পছন্দের ঈদের কেনাকাটা করতে বিক্রেতাদের সঙ্গে ক্রেতাদের চলছে দরদামও।
খুলনার দিঘলিয়ার পথের বাজারে অবস্থিত বিভিন্ন ধরনের ছোট-বড় মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিবারের মতো এবারও বেশির ভাগ মার্কেট ও বিপণি বিতানে মহিলা ক্রেতাদের উপস্থিতি বেশি থাকলেও অনেকে আবার পরিবার-পরিজন এমনকি শিশুদের সঙ্গে নিয়েও কেনাকাটা করতে আসছেন।
একে তো ঈদ তার উপর আবার পহেলা বৈশাখ সমাগত।সব মিলিয়ে বড় একটা কেনা বেচার চাপের মুখে ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা জানান, ক্রেতা আসছে, দেখছে, পছন্দ হলে ক্রয় করছে।পুরোপুরি বেচাকেনা শুরু হয়ে গেছে। আশা করছি, সামনের দিনে আরও বিক্রি বাড়বে।ঈদ ও পহেলা বৈশাখ সামনে নিয়ে পায়জামা-পাঞ্জাবিসহ বিভিন্ন কাপড় কেনায় ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে।
মার্কেটে আগত ক্রেতারা জানান,পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতে এসেছি। এবার গতবারের থেকে দাম কিছুটা বেশি। তাই সাধ্যের মধ্যে দেখে-শুনে দরদাম করে কিনতে হচ্ছে।
অন্য এক ক্রেতা জানান, ঈদের শেষ মুহুর্তে ভিড় এড়ানোর জন্য নিজেসহ স্ত্রী ছেলে মেয়েদের পোশাক কেনার জন্য এসেছি। গার্মেন্টসের দোকান গুলোতে বেচাকেনা জমে উঠেছে। ডিজাইনের পোশাক থাকলেও দাম একটু বেশি।
সর্বপরি এবারের ঈদ যেন সবার জীবনে খুশি বয়ে আনবে সেটাই কামনা।আর ব্যবসায়ীরাও পন্য বিক্রি করে খুশিই হবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।