পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নবম ও দশম শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ২ শত ৫২ টি ‘ট্যাব’ বিতরণ করা হয়।
ইতিমধ্যে সরকার কর্তৃক বিনামূল্যে ‘ট্যাব’ পেয়ে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের জন্য সময়ে অসময়ে ব্যবহার করে চলেছে। বিদ্যালয় বন্ধ থাকায় তারা তাদের অভিজ্ঞতাকে পাকাপোক্ত করার লক্ষ্যে বাড়িতে, দোকানে ও নিরিবিলি স্থানে বসে চর্চা করতে দেখা যায়। ট্যাব পেয়ে দারুণভাবে খুশি হয়েছে তারা। মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র প্রণব রায়,রোল নম্বর ২ সরকারিভাবে ট্যাপ পেয়ে অত্যন্ত খুশি এবং সে প্রায় সময় ব্যবহার করে চলেছে।
সে জানায়,আমি গরীব পরিবারের সন্তান। কেশবপুরের অভিভাবক মারফত আমাকে দেওয়া ট্যাবটি যখনই আমি সময় পাই তখনই ব্যবহার করছি। আমি তার সর্বাঙ্গীণ কুশল কামনা করি। সে সোমবার (১০ এপ্রিল) তার পিতার দোকানে বিকিকিনির ফাঁকে ফাঁকে ট্যাবটি ব্যবহার করছিল।
গত বুধবার (৫ এপ্রিল-২৩) বিকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঐ ‘ট্যাব’ বিতরণ করেন,যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
প্রধান অতিথি কেশবপুরে শিক্ষার্থীদের মাঝে ট্যাব ও উপবৃত্তি বিতরণকাল বলেন, এদেশের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিজেদের (শিক্ষার্থী) কে মনোনিবেশ করবে সেটাই আমাদের কাম্য। নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকান্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম।
আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে। যেকোনো জায়গার শিক্ষার্থীর সঙ্গে শুধু তাল মিলিয়েই চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেন সে আয়ত্ত করতে পারে। সেই ভাবেই তাদের গড়ে তুলতে হবে। কারণ,আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র প্রণব রায় জানাই,আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের কাছে কৃতজ্ঞ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।