পাইকগাছা (খুলনা) প্রতিনিধি || পাইকগাছা পৌর সদরের এক সার ব্যবসায়ী অতিরিক্ত দামে সার বিক্রি করায় জরিমানা করা হয়েছে। অভিযোগ মতে পৌর সদরের মেসার্স বীরেন্দ্রনাথ ট্রেডার্স এর বিসিআইসি সার ডিলারের দোকানে ডিএপি সার ১৬ টাকার স্থলে ২৩ টাকা দরে বিক্রি করছিল।
এমন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রি করায় সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক ও পেশকার মোঃ সারাফাত হোসেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।