চুয়াডাঙ্গা প্রতিনিধি || চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ সুলতান আহমেদ (৪৪) ননামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
গতকাল বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে দর্শনা কেরু এন্ড কোম্পানী এলাকায় অবস্থান নেয় বিজিবি। পরে এক ব্যক্তিকে কেরু এন্ড কোম্পানীর গেইট অতিক্রম করে দর্শনা সীমান্তের দিকে যেতে দেখে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮টি স্বর্ণের বার। যার ওজন ৯৭৯.৬২ গ্রাম স্বর্ণ। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।
ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্বর্ণের বারগুলো আটককৃতের পায়ের তালুর সঙ্গে কসটেপ দিয়ে লাগানো ছিল। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা হচ্ছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।