বিশেষ প্রতিনিধি || যশোরের অভয়নগর উপজেলার ২নং সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামের হতদরিদ্র পরিবারের নিত্যাহরি মন্ডল(৩২),নামের একজনকে কুপিয়ে আহত করেছেন নিজ স্ত্রীর প্রেমিক একই এলাকার যাদপ মন্ডলের ছেলে দীপ মন্ডল(২২)। সরেজমিনে জানা গেছে, গত রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।
তথ্য সূত্রে জানা যায়,উপজেলার রামসরা গ্রামের ঠাকুর মন্ডলের ছলে নিত্যাহরি মন্ডল আনুঃ ৮/৯ মাস আসে মনিরামপুর উপজেলার পদ্ধনাথপুর গ্রামে বিয়ে করে বিয়ের পর থেকে স্ত্রীর সাথে কিছুদিন ভালো কাটলেও ২মাস পূর্বে থেকে বনিবনা হচ্ছেনা। নিত্যাহরি মন্ডল একজন মিলশ্রমিক তিনি নওয়াপাড়া আকিজ মিলে কাজ করে।যে কারণে স্বামীর অগচরে বাড়ির পাশের দীপ মন্ডলের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ঘটনার দিনে গভীর রাতে ভুক্তভোগী নিত্যাহরি স্ত্রীর সাথে দীপ মন্ডলের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলে যে কারণে রাতে বাকবিতন্ডায় দীপ মন্ডলের হাতে থাকা ছুরি দিয়ে নিত্যাহরি মন্ডলের বাম পাশে ঘাড় বরাবর কোপদিয়ে পালিয়ে যায়।ফলে আহত নিত্যাহরি মন্ডলের বুকের বামপাশে কেটে গিয়ে মারাত্মক যখম হয়।তার চিৎকারে পরিবারের সকলে ঘটনা দেখে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তথ্য সূত্রে জানা যায় স্থানীয় রাজনৈতিক প্রভাবে মিমাংসার আশ্বাসে ভুক্তভোগী পরিবার ভয়ে থানায় অভিযোগ করতে পারেনি। ঘটনার পরপরই স্ত্রীকে তার মা বাবা নিত্যাহরি মন্ডলের বাড়ি থেকে নিয়ে গেছে।
এবিষয়ে জানার জন্য দীপ মন্ডলের বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি,তার পিতা যাদপ মন্ডল জানান,আমার ছেলে কোন অপরাধ করেনি আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এবিষয়ে ইউপি সদস্য গণেশ চন্দ্র হালদার জানান, বিষয়টি নিয়ে আমরা মিমাংসা করার চেষ্টা করছি মিমাংসা না হলে আইনের আস্রয় নিতে পরিবারটিকে আমি সহযোগিতা করবো।এব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন এবিষয়ে কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।