সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনা ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে সকালে উপজেলা চত্বর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। তিনি বলেন,পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য,সম্প্রীতির দিন ও সর্বজনীন উৎসব।বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত।
তিনি আরও বলেন,অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ মানুষের সর্বক্ষেত্রে আমাদের ঐক্য আরও সুদৃঢ় করবে এবং দেশের কল্যাণে কাজ করে যেতে হবে।পরে এমপি ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডুমুরিয়া অফিসার্স ক্লাবে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার। আরো উপস্হিত ছিলেন ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাষীশ বিশ্বাস,উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারসহ
শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন সামাজিক সংগঠন,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ অংশ নেন।পহেলা বৈশাখ উপলক্ষ্যে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।