পরেশ দেবনাথ,কেশবপুর,যশাের || যশােরের কেশবপুরে বাড়ির চারতলা ছাঁদ থেকে পড়ে মনু ঘােষ (৫৬) নামে এক ইলকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মত্যু ঘটেছে। জানা যায়, সােমবার (১৭ এপ্রিল) দুপুর আনুমানিক ২-৩০মিনিটে কেশবপুর উপজেলা সদরের সাহাপাড়া এলাকার ইলকট্রিক মিস্ত্রি মনু ঘােষ একই এলাকার মৃত আব্দুল করিম মাষ্টারের ছেলে মিজানুর রহমানের বাড়ির ৪ তলা ছাঁদের কার্নিসের উপর দাঁড়িয়ে কাজ করছিলেন, এমন সময় বেকায়দায় সেখান থেকে পড়ে যান তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে যান।
মনু ঘােষের ছেলে অরিন ঘোষ স্বপ্ন কেশবপুর মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। অরিন ঘোষ স্বপ্নের পিতা মনু ঘােষকে সােমবার সন্ধ্যায় কেশবপুরের কুটিবাড়ি মহাশ্মশানে দাহ করা হয়। স্বপ্নের মা ম্যানোকা ঘোষ তার স্বামীর মর্মান্তিক মত্যুতে চিৎকার করে কাঁদতে দেখা যায়। তার এই মর্মান্তিক মত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকলের মুখে একই কথা, “তিনি একজন ভাল মনের মানুষ ছিলেন”।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।