পাইকগাছা প্রতিনিধি || পাইকগাছায় ঈদকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন যানবাহনে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সারাবছর যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে যার বেশিরভাগ দুর্ঘটনা দুই ঈদকে কেন্দ্র করে ঘটে থাকে। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর এবং পবিত্র ঈদুল আযহা।
এছাড়া ঈদের সময় সড়কে অনেক বেশি পরিমাণ যানবাহন চলাচল করে এবং বেশিরভাগ যানবাহন অনেকটাই বেপরোয়া ভাবে চলাচল করে থাকে পাশাপাশি যানবাহন চালকদের মধ্যে সড়ক আইন মানার প্রবণতা খুবই কম দেখা যায়। যানবাহনের গতি অনেক বেশি থাকে এবং বাইক চালকরা হেলমেট ব্যবহার করে না।
ফলে একদিকে যেমন দুর্ঘটনা ঘটে তেমনি দুর্ঘটনায় মৃত্যুহার ও অনেক বেশি থাকে। এবারের ঈদে সড়ক দুর্ঘটনা রোধে ঈদের আগে এবং পরে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন যানবাহনে সচেতনামূলক লিফলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই নিসচা পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বাসষ্ট্যান্ড, জিরো পয়েন্ট ও পরিবহণ ষ্ট্যান্ডে এসব লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ,সহ-সভাপতি ইলিয়াস হোসেন,সিরাজুল ইসলাম, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগসহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।