মুন্সী মোয়াজ্জেম,শালিখা প্রতিনিধি || মাগুরার শালিখাতে আব্দুর রহমান-আলেয়া রহমান ফাউন্ডেশন বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালেয় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শ্যামল কুমার দে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা,পুলুম কাজি সালিমা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ খলিলুর রহমান,প্রধান শিক্ষক মোঃ ওহিদুর রহমান ওয়াদুদ।পুলুক গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মো: আব্দুল গফ্ফার,সহকারি শিক্ষক সম্ভু মৈত্র,সহকারি শিক্ষক শেখ মেশকাতুর রহমান।
এসময়ে শিক্ষামুলক বক্তব্য প্রদান করেন,নবম শ্রেণির শিক্ষার্থী মিথিলা,সালিমা হক,পুলুম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুই আক্তার,কাজি সালিমা হক,প্রথমিক শিক্ষা শিক্ষা অফিসার মো:আমজাদ হোসেন,রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আপেল মাহমুদ,দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জিআরএম তারিক প্রমুখ। এসময়ে বক্তারা অপসংস্কৃতি ও মাদক মুক্ত সমাজ গড়তে এবং সু শিক্ষায় শিক্ষিত হতে শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহবান রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: নওয়াব আলী, সদস্য মুন্সী মোয়াজ্জেম হোসেন, স্থানীয় দুইটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমাণ্য ব্যক্তি বর্গ।অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মো:রেজাউল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।