খুলনার খবর || খুলনা মহানগরীর শিববাড়ী ও ময়লাপোতা মোড়ের নাম পরিবর্তন কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।আজ রবিবার (৩০ এপ্রিল) সকালে খুলনা সিটি করপোরেশনের চিফ প্লানিং অফিসার আবির-উল-জব্বার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,খুলনা সিটি করপোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক বিষয়টি স্থগিত রাখার নির্দেশ দেন।
উল্লেখ্য খুলনা সিটি করপোরেশনের সভার ৫ নম্বর সূচিতে নগরীর শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’করা প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণর বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়।
এদিকে খুলনার দুটি মোড়ের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এমন কি বিষয়টি নিয়ে আন্দোলন করার কথাও বলেন নাগরিক নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।