শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা || যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুল কেন্দ্রে এসএসসি ও ভোকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের পরিক্ষার প্রথমদিনে বাংলা প্রথম পত্রে ৬৪৬জন ও ভোকেশনালের বাংলা-২ এ ১৪৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ছাত্র ২৮৬ ও ছাত্রী ৩৬০জন এবং ভোকেশনালে ছাত্র ৫০ ও ছাত্রী ৯৮জন। যার মধ্যে সাধারণ বিভাগের ২ ছাত্র ও ৪ ছাত্রী এবং ভোকেশনালের ১ ছাত্রী অনুপস্থিত ছিলেন।
ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও ভোকেশনাল পরিক্ষার প্রশ্নপত্র সরবরাহ করেন, উপজেলা নির্বাহী অফিসার,বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট,এসএসসি পাবলিক পরিক্ষা ও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের সভাপতি মোঃ মাহবুবুল হক।
পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও এসএসসি পাবলিক পরিক্ষার ট্যাগ অফিসার আলহাজ্ব মোঃ আরব আলী, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ,স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও হল সুপরি এএফএম সাজ্জাদুল আলম প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।