শরিফুল ইসলাম || আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মনোনয়ন ফরম কিনতে শুরু করেছেন আগ্রহী প্রার্থীরা।গতকাল রোববার পর্যন্ত দুইজন মেয়র প্রার্থীসহ ৪৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস। এছাড়া বৃহস্পতিবার মেয়র পদে মনোনয়ন কিনেন সাবেক জাতীয় পার্টির নেতা ও বহুল আলোচিত মুশফিকুর রহমান। তারা দুইজনই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে আগ্রহী বলে জানা গেছে। এছাড়া মোট ৪৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন কিনেছেন; যার মধ্যে সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী ৩৫ জন এবং সংরক্ষিত আসনে আটজন।
নির্বাচন অফিস সূত্র জানা যায়,সাধারণ আসনের ৪, ৬, ৭, ৮, ২৩, ২৪, ২৬, ২৮ এবং ২৯নং ওয়ার্ডে কোনো প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেননি। তবে ১২নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে পাঁচজন মনোনয়ন কিনেছেন। এছাড়া সংরক্ষিত ১ এবং ৮নং ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ড থেকেই একজন করে মনোনয়ন সংগ্রহ করেছেন আগ্রহী প্রার্থীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।