মোঃ আলমগীর হোসেন,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি || নড়াইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার (১মে) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের আয়োজনে র্যালি, আলোচনাসভা, দোয়া মাহফিল, শ্রমক সংগঠনের পক্ষ থেকে মৃত ও আহত শ্রমিকদের পরিবারদের চেক হস্তান্তর ও গণভোজের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের আয়োজনে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক ফকরুল হাসান,সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম,পৌর মেয়র আঞ্জুমান আরা,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো,সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ট্রাক শ্রমিক ইউনিয়ের সাধারণ সম্পাদক আব্দুর রউফ,জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ শ্রমিকরা এ সময় উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।