চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি || বাগেরহাটের চিতলমারীতে এসএসসি পরিক্ষার্থীর মোটর সাইকেলের ধাক্কায় হরিপদ মন্ডল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটর সাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী সজীব ফরাজী (১৭) গুরুতর আহত হলে তাকে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনাটি উপজেলার কীর্ত্তনখালী গ্রামে ঘটে।সজীব ফরাজী বেতবুনিয়া গ্রামের বাবুল ফরাজির ছেলে। সে পরীক্ষা কেন্দ্রের বাইরে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়,আজ রোববার (৭মে) সকাল ৯টার দিকে চরবানিয়ারী মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী সজীব ফরাজী দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে আসে। এ সময় সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হরিপদ মন্ডলকে এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে চালক সজীব ফরাজী ও কৃষক হরিপদ মন্ডল দু’জনে গুরুতর আহত হয়। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সেখানে হরিপদমন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে চিতলমারী থানার ওসি এ এইস এম কামরুজ্জামান জানান,দুর্ঘনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।