পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || সম্মিলিত সাংস্কৃতিক জোট,যশোরের সভাপতি ও পুনশ্চ, যশোরের প্রতিষ্ঠাতা অধ্যাপক সুকুমার দাস এর অকাল প্রয়াণে কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে স্মরণাঞ্জলি রবিবার (৭ মে-২০২৩) সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ইন্দ্রজিৎ হালদারের সভাপতিত্বে এবং জোটের সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী,কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান,উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু,বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল, মধুশিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মাসুম বিল্লাল,সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম -সাধারণ সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী,অলোক বসু বাপী, অনুষ্ঠান সম্পাদক সিরাজুল ইসলাম,খেলাঘরের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রবিউল আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সাধারণ (ভারপ্রাপ্ত) প্রদীপ বসু পল্টু।
অনুষ্ঠানে প্রয়াত অধ্যাপক সুকুমার দাস-এর আত্মার শান্তি কামনায় একমিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁর স্মরণে কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।