খুলনার খবর || বাগেরহাট জেলা পুলিশের একাধিক টিম শনিবার গভীর রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, লুন্ঠিত একটি স্বর্ণের চেইন ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনা শহরের গ্লাক্সোর মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ ইসলাম ওরফে সোহেল (২৬), বানরগাতী-মেটেপোল এলাকার শহিদ গাজীর ছেলে কামাল গাজী (৩৫), নাজিরঘাট এলাকার জবেদ ওরফে খোকন আলী শেখের ছেলে সুমন ওরফে রানা শেখ (৪০), রূপসা স্ট্যান্ড এলাকার মালেক গাজীর ছেলে আব্দুল্লাহ ওরফে আলিফ গাজী (২৫) ও বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার অমরী চন্দ্র স্বর্নকারের ছেলে প্রদীপ কুমার স্বর্নকার (৪০)।
গতকাল রবিবার বিকালে বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত পেশাদার আন্তঃজেলা ডাকাতারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা ১০ জানুয়ারি গভীর রাতে কচুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আজাদ বালি‘র বাড়িতে ডাকাতির সাথে জড়িত।
তাদের কাছ থেকে ওই বাড়ি থেকে লুন্ঠিত একটি একটি স্বর্ণের চেইনও পাওয়া গেছে। এই ডাকাতির সাথে জড়িত অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।