সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনা ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী তরিকুল ইসলাম (১৬)১২ই মে দুপুরে পেট ব্যাথায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেছে, সে আব্দুস সাত্তার শেখ পুত্র, ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ভান্ডারপাড়া গ্রামের আব্দুস ছাত্তার শেখের ছেলে তরিকুল ইসলাম ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। সে গত ২৮ এপ্রিল থেকে গত বহস্পতিবার পর্যন্ত ডুমুরিয়া কেন্দ্রে এ পর্যান্ত ৬টি পরীক্ষায় অংশ নিয়েছে। কিন্তু গতকাল শুক্রবার সকালে বাড়িতে হঠাৎ পেঠ ব্যথা শুরু হলে তার পরিবারের লোকজন খুলনা’র একটি হাসপাতাল নিয়ে চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্ত দুপুরে আবারও তার পেটে ব্যথা শুরু হলে পুণ:রায় তাকে খুলনায় মেডিকেল হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মুত্যু হয়। তরিকুলের আকষ্মিক এই মত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্কুলের সহপাঠী, এলাকার বন্ধু-বান্ধব পরিবার সহ সবাই কান্নায় ভেঙ্গে পড়েন,ও এলাকায় শােকের ছায়া নেমে আসে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।