পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি”, “পুলিশই জনতা, জনতাই পুলিশ” “তথ্য দিন সেবা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে বিট পুলিশিং কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা শণিবার (১৩ মে) বিকালে মঙ্গলকোট বাসস্ট্যান্ড চত্তরে অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান-এর সভাপতিত্বে এবং মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশং এস,আই আবুল হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজার কমিটির উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস।
বক্তব্য রাখেন,মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজার কমিটির উপদেষ্টা আশুতোষ হালদার,মঙ্গলকোট বাসস্ট্যাণ্ড বাজার কমিটি সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সরদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, মাগুরখালি বাজার কমিটির সভাপতি শিক্ষক মোস্তোফা কামাল লিটন, সহকারী বিট পুলিশিং রবিউল ইসলাম।
উপস্থিত ছিলেন,মঙ্গলকোট ইউনিয়ন ভিডিপি কমান্ডার আলতাফ হোসেন, মঙ্গলকোট ইউপি সদস্য মোসলেম উদ্দীন গোলদার,ইউপি সদস্য মমতাজ বেগম,ইউপি সদস্য মোমেনা বেগম, ইউপি সদস্য জহির রায়হান,ইউপি সদস্য কামরুল ইসলাম,গ্রাম পুলিশগন,বাজারবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মতবিনিময় সভায় মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পাঁচারই টিএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের অকাল মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।