এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা || দিঘলিয়া হাজিগ্ৰাম বায়তুন্নাজাত জামে মসজিদের টাকা আত্মসাৎ করে পালিয়েছে ঐ মসজিদের সাধারণ সম্পাদক ও খতিব মোঃ আল আমিন ফকির।এ নিয়ে দিঘলিয়া থানায় উক্ত আল আমিন ফকির এর বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাৎ সহ প্রতারনার অভিযোগ করেছেন নজরুল ইসলাম শেখ।
অভিযোগে বলা হয় প্রতারক মোঃ আল আমিন শেখ দির্ঘদিন যাবৎ বায়তুন্নাজাত জামে মসজিদে সাধারণ সম্পাদক এবং খতিবের দায়িত্ব পালন করেন।এরই মধ্যে উক্ত মসজিদের নতুন ভবন তৈরি করার জন্য মুসাল্লিদের তিল তিল করে জমানো চার লক্ষ আঠারো হাজার একশত টাকা আল আমিন ফকির এর কাছে গচ্ছিত ছিলো।গত ১২/৫/২০২৩ তারিখে উক্ত মসজিদের নতুন ভবন উদ্বোধন করার কথা ছিলো কিন্তু তার আগেই মসজিদের সব টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় আল আমিন ফকির।
অত্র মসজিদের ধর্মপ্রান মুসল্লিগন অনেক খোঁজাখুঁজির পর দিঘলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।ঐ মসজিদের মুসাল্লিরা কেঁদে বলেন,আমাদের নামাজ আদায় করতে অনেক কষ্ট হয়।তাই মসজিদের একটি নতুন ভবন তৈরি করার জন্য মানুষের থেকে ভিক্ষা করে তিল তিল করে জমানো এই টাকা।এই টাকা যেন আমরা ফেরত পাই এবং আমরা মসজিদের নতুন ভবন তৈরি করতে পারি তার জন্য প্রশাসন সহ সকলের কাছে জোর দাবি জানাচ্ছি।
দিঘলিয়া থানায় আরো একটি অভিযোগ সুত্রে জানা যায় প্রতারক আল আমিন ফকির দিঘলিয়া হাজিগ্ৰামের মোঃ উতার উদ্দিন শেখ এর ছেলে ফখরুল শেখকে ভুয়া চাকরির অ্যাপয়েন্টমেনট লেটার দিয়ে ১৪,২০,০০০ টাকা নিয়ে যোগদানের জন্য রওনা হয়। পথিমধ্যে দৌলতপুর ব্যাসষ্টান্ড থেকে লাপাত্তা হয়ে যায়।এবং দিঘলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।অভিযোগে ১নং আসামী আল আমিন ফকির(৩৫) বাবুল ফকির ও হোসেন আলী ফকির।সর্ব পিতা নুর মহম্মাদ ফকির,সর্ব সাং হাজিগ্ৰাম ৩ নাং ওয়ার্ড দিঘলিয়া।এই প্রতারক আল আমিন ফকিরের বিরুদ্ধে এলাকার ধর্মপ্রান মুসাল্লিগনসহ নেতৃবৃন্দ ফুঁসে উঠেছে।এবং প্রশাসনের জোর দাবি জানান এই প্রতারক আল আমিন ফকিরকে আইনের আওতায় এনে সাধারণ মানুষ ও মসজিদকে এদের কবল গ্ৰাস থেকে রক্ষা করুন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।