গাজী সরোয়ার হোসেন,দাকোপ প্রতিনিধি || জুনের প্রথম সপ্তাহে বৃক্ষরোপণ সপ্তাহ ঘোষনা করে খুলনা শহরজুড়ে অর্ধসহস্রাধিক বৃক্ষ রোপণ করার পরিকল্পনা গ্রহন,রুপসার বঙ্গবন্ধু সরকারী কলেজ ও পাইকগাছা কলেজ সহ হাফ ডজন কলেজ শাখার কমিটি গঠন,বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা আয়োজন,বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলা কমিটি গঠন, খুলনায় চলমান ভর্তি পরীক্ষা ও বিসিএস পরীক্ষায় হেল্প ডেক্স স্থাপন,দক্ষিনাঞ্চলের সম্ভাব্য প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী করনীয় নির্ধারণ, জেলা আর্থিক সমন্বয়কের দায়িত্ব প্রদান, শহর শাখার কমিটি গঠন সহ বিভিন্ন কর্মপরিকল্পনা নির্ধারণ ও কর্মসূচি ঘোষনা করেছে ছাত্র অধিকার খুলনা জেলা। প্রতিটি কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়নে আবার বিভিন্নজনকে দায়িত্ব বন্ঠন করা হয়েছে।
সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তেরখাদা, পাইকগাছা,দাকোপ ও কয়রা উপজেলার বাকি ইউনিয়নগুলোতে দ্রুত কমিটি গঠনের ব্যাপারে গুরুত্বারোপ ও উপজেলা সমূহের মাসিক মূল্যয়ন জেলা দপ্তরে জমা দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি উক্ত কর্মসূচি ও উদ্যোগগুলো সফল করতে জেলা ছাত্র অধিকার পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দকে আহবান জানানো হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে খুলনার দলীয় কার্যালয়ে জেলা ছাত্র অধিকার পরিষদ নির্বাহী সংসদের এক রুদ্ধদ্বার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিংটি বিকেল সাড়ে ৩ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দীর্ঘ ৪ ঘন্টা চলমান থাকে বলে জানা গেছে।উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজিদুল ইসলাম বাপ্পি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।