মুহাম্মাদ ফরহাদ মোল্লা,খুলনা প্রতিনিধি || জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা ও মহানগর এর দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩ টায় জেলা কার্যলয়ে মহানগর সভাপতি মাওঃ মুফতী রবিউল ইসলাম রাফের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মাহবুবুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
প্রধান বক্তা ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহঃ সভাপতি মাওলানা এ বি এম জাকারিয়া। বিশেষ বক্তা ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কে এম জাহিদ তিতুমীর। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান। মহানগরের সহ সভাপতি মুফতি আমানুল্লাহ।
জাতীয় শিক্ষা ফোরাম খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান,শেখ মোঃ নাসির উদ্দিন,ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাঃ আসাদুল্লাহ গালীব, ও মহানগর শাখার সেক্রেটারী মুফতী মোঃ ইমরান হুসাইন,শেখ হাসান ওবায়দুল করিম মোঃ রেজাউল করিম প্রমুখ ।
সম্মেলনে আগামী ২০২৩ ও ২০২৪ ইং সেশনের জন্য মাওলানা শায়খুল ইসলাম বিন হাসানকে সভাপতি , হাঃ মাওঃ রেজাউল করীমকে সহঃ সভাপতি এবং মাওলানা মাহবুবুল আলমকে সেক্রেটারি করে জেলা কমিটি এবং মাওলানা মুফতী মোহাঃ রবিউল ইসলাম রাফে কে সভাপতি
কাজী মোহাঃ কামরুল ইসলাম কে সহঃ সভাপতি এবং গোলাম মোস্তফা বাঙালী কে সেক্রেটারী করে মহানগরী কমিটি ঘোষণা করা হয়। নুতন কমিটির শপথ বাক্য পাঠ করান জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা এ বি এম জাকারিয়া।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।