বিলাল মাহিনী, স্টাফ রিপোর্টার || জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ অভয়নগর উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম খায়রুল বাসার।
স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ও এই স্কুলের ১৭ শিক্ষার্থী। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,প্রতিষ্ঠান প্রধান,শ্রেণি শিক্ষক,শিক্ষার্থী,স্কাউটসহ ১৭টি বিষয়ে এই স্কুলের শিক্ষার্থীরা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে। অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়,মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান এই স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোহাম্মদ তাজমিনুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষার্থী ১০ম শ্রেণির লামিয়া জামান, শ্রেষ্ঠ স্কাউক ১০ম শ্রেণির মো. রায়হান মোল্লা, ক-গ্রুপে শ্রেষ্ঠ হয়েছে যারা, হামদ/নাতে ৮ম শ্রেণির বিএম তানভীর হোসেন, নজরুল সংগীতে ৮ম শ্রেণির নিদ্রা বিশ্বাস, উচ্চাঙ্গ সংগীতে ৭ম শ্রেণির অংকিতা বাউয়ালী, নির্ধারিত বক্তব্যে ৭ম শ্রেনির ফারিহা মোহসিনা, নৃত্য (উচ্চাঙ্গ) ৮ম শ্রেণির ঐশি রানী রায়, তাৎক্ষনিক অভিনয়ে ৭ম শ্রেণির ওসিউজ্জামান উচ্ছ্বাস। খ-গ্রুপে শ্রেষ্ঠ হয়েছে যারা, বাংলা রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় ১০ম শ্রেণির লামিয়া জামান, ইংরেজী রচনায় ৯ম শ্রেনির আনিশা ইসলাম, কবিতা আবৃত্তি ও নির্ধারিত বক্তব্যে ১০ম শ্রেণির প্রিয়ন্তী বিশ^াস, নজরুল সংগী ও উচ্চাঙ্গ সংগীতে ১০ম শ্রেনির অর্পিতা রায় ঐশি, জারী গানে ১০ম শ্রেণির সামিয়া সুলতানা ও উচ্চাঙ্গ ও লোক নৃত্য ৯ম শ্রেণির আদৃতা মন্ডল,তাৎক্ষনিক অভিনয়ে ১০ম শ্রেণির শ্রেয়শী সুচি। এই শ্রেষ্ঠত্ব অর্জন করায় অভিনন্দন জানিয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল হোসেন বিশ্বাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
কলেজ সেরা অধ্যক্ষ এস এম খায়রুল বাসার : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে অভয়নগর উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম খায়রুল বাসার। তিনি যশোরের অভয়নগরের শিল্প-বন্দর-বাণিজ্যিক নগরী নওয়াপাড়ার পাঁচকবর এলাকার এস এম আব্দুল গফুর এবং মৃত. বিবিজান এর ৬ সন্তানের মধ্যে বড় ছেলে। তিনি বিগত ২২ বছরের বেশি সময় ধরে অভয়নগরের পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। ইতিপূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ তেও তিনি অভয়নগর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জাতীয় দৈনিক ইত্তেফাক,সমকাল,সংবাদ,যুগান্তর,ভোরের কাগজ, বর্তমান,অর্থনীতি প্রতিদিন,দৈনিক জনতা,বার্তা প্রবাহ, সময়ের খবর এবং দৈনিক শিক্ষাসহ বিভিন্ন প্রিন্ট,অনলাইন এবং সাহিত্য পত্রিকায় তাঁর কলাম,কবিতা,গান-হামদ-নাত ও ফিচার প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণাপত্র ‘নওয়াপাড়া রেলস্টেশন গণহত্যা’এবং কাব্যগ্রন্থ ‘দ্রোহে প্রেম’ ও ‘জোনাকিরা ভুতের খাদ্য’ প্রকাশের অপেক্ষায়।
তিনি আঞ্চলিক অনলাইন পত্রিকা ওয়ান নিউজ বিডি ডট কম, বাংলা আওয়ার ডট কম এবং জাতীয় দৈনিক ’ভোরের পাতা’,অভয়নগর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন। তিনি নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য। নওয়াপাড়া ইনস্টিটিউটের আজীবন সদস্য। তিনি বন্ধন-৮৯ এর আহ্বায়ক,অভয়নগর পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপদেষ্টা হিসেবে আছেন।
অভয়নগরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক তাজমিনুর:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ অভয়নগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন মোহাম্মদ তাজমিনুর রহমান। তিনি নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ২৬ বছর সহকারি শিক্ষক হিসাবে কর্মরত আছেন। তিনি শুধু একজন শিক্ষকই নন, তিনি একজন লেখক-সাহিত্যিক ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন। লেখা-পড়া জিবনেও তিনি প্রত্যেক শ্রেণিতে ১ম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তিনি নবীজী (সা:) সুন্নাত ও নূরানী পাঞ্জেগানা অজিফা নামে ুইটি বই লিখেছেন। জানা যায়, তিনি যশোর শিক্ষা বোর্ডে প্রশ্ন প্রণেতা ও শ্রেষ্ট প্রধান পরীক্ষক,কো-কারিকুলাম একটিভিস,অন-লাইন ক্লাস, জাতীয় দিবস পালন,মাল্টিমিডিয়া ক্লাস ও খেলাধূলাসহ রাষ্ট্রীয় কাজে সক্রিয় অংশ গ্রহণ করে থাকেন।মণিরামপুর উপজেলার কপালিয়া গ্রামের মৃত আনছার আলী ও আমিনা খাতুনের কনিষ্ঠ সন্তান। তিনি সকলের দোয়া প্রার্থী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।