রামপাল,বাগেরহাট প্রতিনিধি || রামপালের রাজনগর ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (১৭ মে) বিকাল সাড়ে ৪টায় উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান মোসাম্মৎ সুলতানা পারভীন ময়নার সভাপতিত্বে ও এসআই সঞ্জয় কুমারের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার নবাগত ওসি এস,এম আশরাফুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইমাম মাওলানা মাহবুবুর রহমান, প্যানেল চেয়ারম্যান জালিনুর হাজরা, নিখিল চন্দ্র চৌধুরী, কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার, বীর মুক্তিযোদ্ধা আ. রশিদ মোল্লা, প্রমুখ।
মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন, ক্রিকেট জুয়া, রাত ৯ টার পর ক্যারাম বোর্ড বন্ধ ও জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ।
এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সুস্বাস্থ ও সহযোগিতা কামনা করে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আপনারাই করতে পারেন। পুলিশের সেবা প্রদানে বিলম্ব হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকায় কোন প্রকার মাদক, জুয়া, তার চোর এবং এদের গডফাদারদের ইতিমধ্যে চিহ্নিত করে হয়েছে। মানিলন্ডারিংয়ে কেউ জড়িত থাকলে আমরা কাউকে ছাড় দেয়া হবে না। আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে রামপাল থানার মানুষদের নিরাপদ রাখা সম্ভব হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।