সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনা ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুব্রত পাল (১২) নামের এক স্কুলছাত্র মৃত্যু হয়েছে,আজ রবিবার ২০শে মে দুপুরের দিকে উপজেলার চিংড়া গ্রামে এ ঘটনা ঘটে,শিশুটি অশোক পালের ছেলে,সে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র ছিল বলে জানাগেছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,সুব্রত পাল আজ রোববার সকালে বাতাস খাওয়া জন্য বিদ্যুৎ চালিত ফ্যান তৈরির জন্য বাজার থেকে ছোট মোটর ও ফ্যান তৈরির সরঞ্জামাদি ক্রয় করেন নিয়ে আসে। এরপর সে বাড়িতে বসে ফ্যান তৈরির কাজ শুরু করে,এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এ সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন সুব্রত পাল নামে এক শিশু বাড়িতে বসে বিদ্যুতিক ফ্যান তৈরি করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনার শিকার হয় তার মৃত্যু হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।