খুলনার খবর,রূপসা প্রতিনিধি || খুলনার রূপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামে শত্রুতার জের ধরে পলাশ ঢালির বসত বাড়ির খাবার পানির টিউবওয়েলের ভেতর বিষ দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।এবিষয়ে রূপসা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পলাশ ঢালি।পলাশ ঢালি রূপসা উপজেলার মৃত মোঃ আফজাল ঢালির পুত্র।
রূপসা থানার নবাগত ওসি মোহাম্মদ শাহীন এ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়,গত ১৮|৫|২০২৩ইং তারিখ রাত সাড়ে ১২টা থেকে পরদিন সকাল সাড়ে ৭টার মধ্যকার সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির ভেতর ঢুকে খাবার পানির কলের মধ্যে বিষ প্রয়োগ করে।এরপর রোজকার কাজ করার জন্য টিউবওয়েল থেকে পানি নিতে গেলে পানির রং সাদা ও গন্ধ দেখে স্থানীয়দের খবর দেওয়া হয়।পরে তারা দেখে বলে এতে বিষ জাতীয় কিছু আছে,এবং আমি সেদিনই নিরাপত্তার কারনে কলটিকে খুলে রাখি।
পরবর্তিতে আজ ২১|৫|২০২৩ইং রোজ রোববার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২ ঘটিকার মধ্যকার যেকোন সময়ে পাশের বাড়ির মনোয়ারা বেগমের বাড়ির ব্যবহৃত টিউবওয়েলে আবারও সেই একই রকমের বিষ দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।
ভুক্তভোগী পলাশ ঢালি জানান,শত্রুতার জেরে আমার বসত বাড়ির খাবার পানির টিউবওয়েলের ভেতর বিষ দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।এতে করে আমার পরিবার ভিষন ভাবে বিপদে পড়তে পারতো।এতে করেও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা তারা পাশের বাড়ির কলেও বিষ দিয়েছে যেন সেখান থেকেও আমি পানি নিতে না পারি।এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন পলাশ ঢালি।
রূপসা থানার ওসি মোহাম্মদ শাহীন এ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম।অধিকতর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।