মোঃফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || আজ ২২ মে রোজ সোমবার সকাল ১০ টায় মহেশ্বরীপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের স্থানীয় পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে গণঅপসারণ, উদ্ধার ও আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর চৌকুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুজিত কুমার সভায় শুভেচ্ছা বক্তব্য ও শুভ উদ্বোধন করেন। সিপিপি ইউনিয়ন টিম লিডার জনাব শামীম হোসেন ইউনিয়নের সাইক্লোন শেল্টারগুলোর বর্তমান ব্যবস্থাপনা ও অবকাঠামোগত চিত্র তুলে ধরেন। মোসাঃ ফারহানা প্রজেক্ট অফিসার,(ডিআরআর) সভা পরিচালনা করেন এবং সহায়ক হিসাবে সেশন পরিচালনা করেন। অংশগ্রহণকারীগণ ইউনিয়ন এর আশ্রয়কেন্দ্রের বিভিন্ন বিষয় আলোচনায় তুলে ধরেন এবং সিদ্ধান্ত গ্ৰহণ করেন তার মধ্যে আশ্রয়কেন্দ্রের বর্তমান অবস্থা ও তাদের প্রত্যাশিত অবস্হা, আশ্রয়কেন্দ্রে পরিদর্শন করে সমস্যা সমূহ চিহ্নিত করা ও দ্রুত ব্যবস্থা গ্ৰহণ করা। সভায় উপস্থিত ছিলেন আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার কমিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।