খুলনার খবর || বিদ্যুৎ ও পানির অপচয় রোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। এ উপলক্ষ্যে আজ বুধবার (২৪ মে) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন। মেলায় বাগেরহাটের ৯টি উপজেলা থেকে ৯টি স্টল অংশ গ্রহণ করে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল জব্বার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানের আবিষ্কার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করে তুলতে হবে।
বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।