মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || বসতবাড়ির সীমানা নির্ধারণের জের ধরে বাড়ির পাকা প্রাচীর ও একটি ঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষরা।ঘটনাটি ঘটেছে ২০ মে শনিবার বিকাল চারটার দিকে উপজেলা সদরের ২নং কয়রা গ্রামে।
এ ব্যাপারে ভুক্তভোগী বাড়ির মালিক আব্দুর রশিদ বাদী হয়ে ৬ জনকে আসামি করে ২৪ মে বুধবার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর ২০৩/২৩ নং মামলা দায়ের করেছে। বিজ্ঞ আদালত মামলাটি শুনানি অন্তে প্রতিবেদন দাখিলের জন্য কয়রা থানাকে নির্দেশ প্রদান করেছেন।
মামলা সূত্রে জানা যায়,বাড়ি মালিক ঘটনার দিন ব্যবসায়ী কাজে বাইরে থাকায় প্রতিপক্ষ ভুক্তভোগীর চাচাতো ভাই শামসুর শেখ ও আরশাদ শেখের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল লোহার শাবল রড ইত্যাদি নিয়ে আব্দুর রশিদের বসতবাড়িতে চড়াও হয়ে বাড়ির পাকা প্রাচীর ও একটি ঘর ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় ভুক্তভোগী আব্দুর রশিদের স্ত্রী ফাতেমা বেগম (৫০) বাধা দিলে প্রতিপক্ষরা তাকে মারধর করে এ সময় প্রতিপক্ষরা বসত ঘরে থাকা টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং বসতবাড়ির আঙ্গিনার কয়েকটি ফলন্ত আম গাছ কেটে দেয়।
ভুক্তভোগীদের চেচামেচিতে গ্রামবাসীরা ঘটনাস্থলে এলে প্রতিপক্ষরা শটকে পড়ে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।