খুলনার খবর || খুলনার বৈকালীতে নির্মাণাধীন ২৯ তলা ভবনের ১০ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।গতকাল বুধবার (২৪ মে) দুপুর সাড়ে ৩ টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিক নুর আলম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নেকবক্তা গ্রামের মো: মোংলু মাহামুদের ছেলে। আহত শ্রমিকের নাম দুলাল। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈকালী মোড়স্থ নির্মাণাধীন ২৯ তলা ভবনের ১০ তলায় কাজ করছিলেন ২ শ্রমিক। দুর্ঘটনাবশত মাচা ভেঙ্গে নুরে আলম ও দুলাল বিল্ডিংয়ের নিচে পড়ে যান। এ সময়ে নুর আলম কোমর ও বুকে গুরুতর আঘাত পান। অপর শ্রমিক দুলাল মাথায় গুরুতর আঘাত পান।তাদের পড়তে দেখে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরে আলমকে মৃত ঘোষণা করেন।
অপর শ্রমিক দুলাল গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছে। প্রয়োজনী আইনী প্রক্রিয়া শেষে নুর আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।