মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || খুলনার কয়রায় একই দিনে পৃথক দুটি জানাযায় অংশগ্রহণ করেছেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।বৃহস্পতিবার সকাল ৯ টায় কয়রা সদরের জামিয়াতুল আবরার মাদ্রাসা মাঠে প্রথমে কয়রা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ হাসানুজ্জামান (লালটু) জানাযায় অংশগ্রহণ করেন। লালটু স্ট্রোক জনিত কারণে ঢাকার একটি হাসপাতালে গত বুধবার বেলা ১১ টায় মৃত্যু বরণ করেন। অপরদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে মহেশ্বরীপুর ইউনিয়নের দণি মহেশ্বরীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারীর জানাযার নামাজে অংশ গ্রহণ করেন।বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।উভয়কে তাঁদের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এমপি বাবু জানাযা শেষে নিহতের পরিবারে সদস্যদের সাথে দেখা করে
গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে নিহতের পরিবারে সদস্যদের সকল সহযোগিতা করার আশ্বাস দেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা, সহ-সভাপতি মাস্টার কফিল উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়,সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোশারফ হোসেন,ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী,এস এম বাহারুল ইসলাম, আব্দুস সামাদ গাজী, শাহ নেওয়াজ শিকারী, জিয়াউর রহমান জুয়েল,আওয়ামীলীগ নেতা,হারুন অর রশিদ,জিয়াদ আলী, মাস্টার খয়রুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।