পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা-এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরী সহযোগীতায় ওয়াই মুভস প্রকল্পের আওতায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা কেশবপুরে পরিত্রাণের হলরুমে শুক্রবার (২৬ মে) অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারণ সভা এনসিটিএফ এর শিশু গবেষক জীবন দাসের সঞ্চালনায় এবং এনসিটিএফ কেশবপুর উপজেলা শাখার সভাপতি প্রসেনজিত দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেশবপুর নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেশবপুর উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি সমাজ সেবক তপন কুমার ঘোষ মন্টু, অধ্যাপক কুন্তল বিশ্বাস ও পরিত্রানের সমন্বয়কারী রবিউল ইসলাম।উপস্থাপন পেপার পাঠ করেন এবং এনসিটএফ-এর লক্ষ্য,উদ্দেশ্য,কার্যাবলী বিষয় সংশ্লিষ্ঠ ধারনা প্রদান করেন সিপিএম চয়ন দাস। বার্ষিক সাধারণ সভায় প্রাথমিক পর্বে স্বাগত বক্তব্য,আলোচনা, শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। গত এক বছরের কর্মকাণ্ড সম্পর্কে সকলের সাথে শেয়ার করেন চয়ন দাস। আগামী এক বছরের কর্মকাণ্ড কি হবে সে বিষেয়ে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের কর্ম পরিকল্পনা তৈরি করা হয়। পরিশেষে সভাপতির সমাপনীর বক্তব্যের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা সমাপ্তি ঘোষনা করা হয়।সাধারণ সভায় মোট ৬০ জন দলিত শিশু প্রতিনিধিত্ব করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।