যশোর প্রতিনিধি || যশোরে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিয়েই শুরু হয়েছে বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়নের জনসমাবেশ।আর সেই সমাবেশে যোগ দিয়েছেন হাজার হাজার নেতাকর্মীরা। আজ শনিবার (২৭ মে) যশোর শহরসহ আশপাশের উপজেলা থেকে নেতাকর্মীরা দলে দলে শহরের ভোলা ট্যাংক রোডে জড়ো হয়েছেন।
সমাবেশ শুরু হয় ১টা ১০ মিনিটে। সমাবেশস্থল ভোলা ট্যাংক রোডের এক কিলোমিটার সড়ক জনস্রোতে পরিণত হয়েছে।
জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, জেলার আট উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা গণপরিবহন, বাস, ট্রাক, মাইক্রোবাসে করে মিছিল নিয়ে সমাবেশস্থলে এসেছেন। স্লোগান নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন সেখানে। এছাড়া দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও যুক্ত হয়েছে।
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শান্তিপূর্ণভাবে সমাবেশে আসছে নেতাকর্মীরা। তেমন কোনো অপ্রীতিকার ঘটনা ঘটেনি। ১টা ১০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়েছে। এসএসসি পরীক্ষার কারণে অনুষ্ঠান দেরিতে শুরু হয়েছে।
ইতোমধ্যে সমাবেশে যোগ দিতে যশোরে পৌঁছেছেন বিএনপি সিনিয়ার যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।