পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোর-খুলনা সীমান্তবর্তী বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও খুলনা ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিয় রমজান আলী মোড়ল (৫৮) সকলকে ছেড়ে চলে গেলেন। উচ্চ রক্তচাপ জনিত কারনে ১৬ দিন খুলনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শণিবার ভোর ১২ঃ৩০ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও বহু গুনগ্রাহী ব্যক্তি রেখে যান।
শনিবার (২৭ মে) দুপুর ১২ টায় বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে বাদুড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাজায় নামাজ পড়ান মুফতি আঃ সবুর।তাকে বাড়ি আনার পর নিজ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ,খুলনা ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ,এম আমির হোসেন, একই উপজেলার ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন,ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজিবুর রহমান নাজু,সাধারণ সম্পাদক শাহনাজ জোয়াদ্দারসহ নেতৃবৃন্দ,এলাকার মুসল্লীগণ ও বিভিন্ন শ্রেণী পেষার মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। আর মাত্র দুই বছর পর ঐ বিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহন করতেন। সকলের প্রিয় শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।