সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঠালতলা আশ্রয়ন প্রকল্পে (২৯মে) দুপুরে নারীদের কর্মসংস্থানের জন্য উপজেলা নারী উন্নয়ন ফোরামের প্রকল্প থেকে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেকিছাটা চাউল,ডিজিটাল বাংলাদেশে স্মার্ট ঢেকি প্রচলন এর শুভ উদ্বোধন করেন,খুলনা-৫ (ডুমুরিয়া ফুলতলার) সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময়ে বলেন বৈদ্যুতিক ঢেঁকি স্থাপনের মাধ্যেমে আশ্রায়ণ প্রকল্পের বেকার নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির এক নব দিগন্তের শুভ সূচনা হবে। ঢেঁকিতে ছাঁটা স্বাস্থ্য সম্মত উপায়ে প্রস্তুত কৃত চাউল ও চাউলের গুড়া দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে। এর ফলে বেকার নারিদের আত্মকর্মসংস্থান সৃষ্টির এক নবদিগন্ত শুভ সূচনা হলো। এছাড়া আবাসন প্রকল্পের বাসিন্দাদের ব্যাবহার্যে নবনির্মিত পুকুর ঘাঁটের কর্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভদ্রানদীর চরে সরকার প্রদত্ত আবাসন প্রকল্প চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মুনিম লিংকন ও নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশিস মোমতাজ। উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমার উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধো নূরুল ইসলাম মানিক,ইউপি চেয়ারম্যার গাজী হুমায়ুন কবির বুলু,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,অধ্যাপক জিএম ফারুক হোসেন,থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,প্রভাষক গোবিন্দ ঘোষ,মুস্তাফিজুর রহমান দুলু,আবাসন প্রকল্পের বাসিন্দা রেহেনা পারভীন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।