তারিকুজ্জামান রুবেল,প্রতাপনগর,প্রতিনিধি || প্রতাপনগরে মটর সাইকেল ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই। রবিবার বেলা একটার দিকে প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান মিলন তালতলা বাজার থেকে মটর সাইকেল ড্রাইভ করে ফুলতলা বাজারে যাচ্ছিলেন।
পথিমধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে বাই সাইকেলে চড়ে আসা ইউনিয়ন মটর সাইকেল চালক সমিতির সভাপতি আব্দুল খালেকের সন্তান সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র খালিদ হাসানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়ের চোখের কোনা জুড়ে কপাল কেটে ফেটে গিয়ে গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় ডাঃ দ্বারা চিকিৎসা সেবা চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।