মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || খুলনা কয়রা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সোমবার (৫ জুন ) সকাল ১১টায় কয়রা উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউএসএআইডি এর অর্থায়নে,নবযাত্রা প্রকল্প-২ ও এস ডি আর আর প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালী এবং র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মমিনুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন পরিবেশ দূষণের অন্যতম কারন প্লাস্টিক তাই আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এই প্লাস্টিক মাটির উর্বরতা শক্তি নষ্ঠ করে দেয় ফলে একদিকে যেমন ফসলের ফলন কম হয় অন্যদিকে মাটির নিচে প্লাষ্টিক থাকার কারনে গাছ জন্মাতে পারে না।
তিনি আরও বলেন জলবায়ুর পরিবর্তনের সাথে মোকাবেলা করে বেঁচে থাকতে বেশি করে গাছ রোপণ করতে হবে এবং অতীব প্রয়োজনে একটি গাছ কাটতে হলে তিনটি গাছ লাগাতে হবে। সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন এনজিও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মীবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।