খুলনার খবর || এরই মধ্যে শুরু হয়েছে পেঁয়াজের আমদানি। ফলে খুলনার বাজারে গত তিন-চার দিনে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। আমদানি বাড়লে এ দাম আরও কমে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খুলনার সোনাডাঙ্গা পাইকারি বাজার, চানমারী বাজার, রূপসা বাজার ও মিস্ত্রিপাড়া বাজার,গল্লামারি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, আমদানির আগে এসব বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকা কেজি। এখন তা বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। অন্যদিকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
সোনাডাঙ্গা পাইকারি বাজারের ব্যবসায়ি আবদুল্লাহ জানান, পেঁয়াজ আমদানির পর দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি ৩০ থেকে ৩৫ টাকা দরে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেন, পেঁয়াজ আমদানি শুরু হবার পর থেকেই দাম কমতে শুরু করেছে। এখন কেউ বেশি দামে দেশি পেঁয়াজ বিক্রি করতে পারছে না।শুধু পেঁয়াজ নয়, অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির খবর পেলেই আমরা সেখানে অভিযান চালানো হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।