মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৩-২৪ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে খুলনা জেলার কয়রা উপজেলার সন্তান আরিফুজ্জামান উজ্জল নির্বাচিত হয়েছেন।
রবিবার দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।
আরিফুজ্জামান উজ্জল কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর পর্বে অধ্যয়নরত। পাশাপাশি তিনি দৈনিক ইত্তেফাকের জাবি সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।
কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন-সাধারণ সম্পাদক পদে ইমরান হোসাইন (দৈনিক মানবজমিন), সহ-সভাপতি পদে শাহাদাত হোসেন (নিউ এইজ), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহবুব সরদার (জাগো নিউজ ২৪ ডটকম), কোষাধ্যক্ষ পদে মেহেদি মামুন (বণিকবার্তা) এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাছির উদ্দিন শিকদার (মানবকণ্ঠ)।
এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন-আল আমিন হোসাইন রুবেল (চ্যানেল আই অনলাইন),আব্দুল মান্নান (প্রতিদিনের বাংলাদেশ) ও বায়েজিদ হাসান রাকিব (দৈনিক ইনকিলাব)।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব ও ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হারুন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।