পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর || ‘অন্তর মম বিকশিত কর’ ও ‘ বল বীর বল উন্নত মম শির’ প্রতিপাদ্যে কেশবপুরের পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ-এর আয়োজনে যুগ্মভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ জুন) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে আলোচনা,কবিতা ও গানে কবি স্মরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সহ-সম্পাদক মানব মণ্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক লেখক,প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার। অতিথি হিসেবে আলোচনা করেন, কবি ও নাট্যকার দেবাশীষ চক্রবর্তী, চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসেম আলী ফকির, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, প্রধান শিক্ষক প্রভাত কুণ্ডু,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, সংগঠনের সহ- সভাপতি সমীর দাস,পাঁজিয়াসমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুরালী গোলদার,সুব্রত বসু কংকন,প্রদীপ ব্যানার্জী, আলী আব্বাস, সংগঠনের কোষাধ্যক্ষ দীপক বসু,কৃষ্ণপদ সরকার, সমাজ কর্মী মাসুদা বিউটি,কেশবপুর খেলাঘর-এর ভারপ্রাপ্ত সম্পাদক রবিউল আলম,হাদিউজ্জামান জয়।
কবিতা আবৃতি করেন,প্রদীপ ব্যানার্জী,তাপস বিশ্বাস,সত্যজিৎ চক্রবর্ত্তী, সঙ্গীত পরিবেশন করেন,আব্দুস সাত্তার,তন্ময় রায়,কাব্য চক্রবর্ত্তী,আশীষ মজুমদার বিল্টু,রকি আলমগীর প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।