অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি || বাগেরহাটের ৯ উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ৭১৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।বুধবার (১৪ জুন) সকাল ১১টার দিকে বাগেরহাট সিভিল সার্জন অফিস আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে এক কর্মশালায় এসব বিষয়ে অবহিত করেন বাগেরহাট সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ
সারা দেশের ন্যায় বাগেরহাটেও আগামী রোববার (১৮ জুন) শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ বলেন, ভিটামিন এ শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দুর করে শিশু মৃত্যুর হার কমায়। শিশু মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করানোর পরামর্শ দেন। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
কর্মশালায় জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।
এ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ৯৭৩ জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৫ হাজার ৭৪১ জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ হাজার ৮৫৮টি কেন্দ্রে দু’প্রকারের এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষে ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক, ২৩১ জন কর্মী এবং ৬৯৩ জন সুপারভাইজার সকাল ৮টা হতে বেলা ৪টা পর্যন্ত জেলার ৯ উপজেলার ৭৫টি ইউনিয়নের এবং তিনটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
কর্মশালায় বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।