মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি || শিশুদের শুধুমাত্র বইয়ের পাতা থেকে দেশী ফলের পরিচিতি নয়। বাস্তবে শিশুদের দেশীয় নানা প্রজাতির ফলের সাথে পরিচিতি করাতে ব্যতিক্রমি আয়োজন ফল উৎসব করেন তারা। এ উৎসবে দেশী প্রজাতির বিলুপ্তির পথে এমন অনেক ফলও রাখা হয়। বেবি কেয়ার স্কুলের আয়োজনে স্কুলের শিক্ষার্থীদের অবিভাবকরা সার্বিক সহযোগিতা করেন। বৃহস্পতিবার (১৫জুন) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নড়াইল রাম কৃষ্ণ আশ্রম সড়ক এ অবস্থিত বেবি কেয়ার স্কুল প্রাঙ্গনে এ উৎসব পালন করা হয়।
উৎসব শেষে বেবি কেয়ার স্কুলের প্রধান শিক্ষক সোনিয়া ফেরদৌস জুঁথী শিশু শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। ফল উৎসবে স্কুল প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম ডলার, প্রবীন সাংবাদিক ভক্ত সরকার, স্কুলের শিক্ষক ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক সোনিয়া ফেরদৌস জুঁথী বলেন, শিশুরা সাধারণত বইয়ের উপর নির্ভর করে ফলের সাথে পরিচিতি হয়। আমরা স্কুলের পক্ষ থেকে শুধুমাত্র বইতে নয়। আমরা বাস্তবে শিশুদের এ দেশের নানা প্রজাতির ফল দেখিয়ে তা চেনানো এবং ফলের সাথে শিশুদের পরিচিতি করতে এ আয়োজন করেছি। তাদেরকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে স্কুলের পক্ষ থেকে প্রতিটি শিশুকে বৃক্ষ চারা দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।