খুলনার খবর || খুলনার দাকোপের কাঁকড়াবুনিয়া ও কালাবগীতে পৃথক বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আরও ৪ জন আহত হয়।আজ রবিবার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন তিলডাংগা কাঁকড়াবুনিয়া গ্রামের আজিজুল শেখ (৬২) এবং সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামের সুজিত মন্ডল (৩৩)।
স্থানীয়রা জানান, আজিজুল শেখসহ ৩/৪ জন একসাথে মৎস্যঘেরের রাস্তায় মাটির কাজ করছিল। সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে কাঁকড়াবুনিয়ার জালাল উদ্দীন মৃত্যুবরণ করেন।
অপরদিকে কালাবগী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে সুজিত মন্ডলসহ ৪/৫ জন সেখানে অবস্থান করছিল। সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে সুজিত মন্ডল মৃত্যুবরণ করেন।এসময় আনিস গাজী, ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে আরও কয়েকজন আহত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।