চুয়াডাঙ্গা প্রতিনিধি || জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।দর্শনা প্রেসক্লাবের আয়োজনে রোববার সকাল ১০ টার সময় দর্শনা রেলবাজার বটতলা চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ মন্ডলের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আওযাল হোসেন, ইকরামুল হক, আহসান হাবিব মামুন, হাসমত আলী, মনিরুজ্জামান ধীরু, রাজিব মল্লিক, এম ওসমান, রিফাত, ওযাসিম রযেল, আব্দুল হান্নান, আব্দুর রহমান, মাসুম বিল্লা প্রমুখ। এছাড়াও জীবন নগর, হাসাদাহ, আন্দুল বাড়িয়াসহ জেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যার মাস্টার মাইন্ড ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক নাদিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছিলেন। কিন্তু সেই মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। মামলা খারিজের কয়েক ঘন্টার মধ্যেই চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নিজে উপস্থিত থেকে নাদিমকে নৃশংসভাবে হত্যা করে।
বক্তারা বলেন, আজ দেশে সাংবাদিকদের নিরাপত্তা নাই। সঠিক সংবাদ পরিবেশন করেও নাদিমকে প্রাণ দিতে হয়েছে। বক্তারা নাদিম হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানিয়ে বলেন, শুধু নাদিম হত্যার বিচার নয়, সাংবাদিক হুমায়ূন করিব বালু, শাসসুর রহমান, সাগর রুনি দম্পতি, সাংবাদিক মানিক সাহার হত্যাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একযুগ পেরিয়ে গেলেও সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যার বিচার হয়নি।
বক্তারা সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন ও অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য সরকারের প্রতি দাবি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।