অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি || জামালপুরে বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টা পৌর মার্কেটের সামনে ও
মোংলা প্রেস ক্লাবের সাবেক ক্যাশিয়ার শফিকুল ইসলাম শান্ত’র সভাপতিত্বে মোংলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে বক্তারা বলেন,সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রত ফাঁসির দাবী জানিয়ে সাগর-রুনি হত্যা’সহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিচার দাবী করেন। এছাড়াও সাংবাদিক সুরক্ষা আইনের দাবীও জানান তারা।
এ মানববন্ধন উপস্থিত ছিলেন,এন টেলিভিশনের আবু হোসাইন সুমন, একুশে টেলিভিশনের আবুল হাসান, সময় টেলিভিশনের মাহমুদ হাসান, এটি এন নিউজ এর নিজাম উদ্দিন, জাতীয় দৈনিক সময়ের কন্ঠ ও জাতীয় দৈনিক অর্নবাণ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো: ওমর ফারুক,জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিনের ক্রাইম রিপোর্টার ও জাতীয় দৈনিক খবরের আলো পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস বাগেরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক অতনু চৌধুরী রাজু, বাংলাভিশন টেলিভিশনের জসিম উদ্দিন, ডিবিসি টেলিভিশনের সুব্র ঢালী, ৭১ এর টেলিভিশনের এনামুল হক, এখন টেলিভিশনের মাছুম বিল্লাহ, কাজী ওমর ফারুক,ইলিয়াস হোসেন, এমরান হোসেন বাবুল, হাছিব সরদার, আলী আজীম, ওয়াসিম আরমান, রেজা মাসুদ, ইউসুফ সুমন শেখ রাসেল, মোঃ রুবেল, হাফিজুর রহমান, সুমন মন্ডল, বায়জিদ হোসেন, মনির হোসেন, রাজু তালুকদার, এম ইদ্রিস ইমন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।