পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর || যশোরের কেশবপুরে উৎসবমূখর ও শান্তিপূর্ন পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ২০ জুন রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরপর আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে তিন দেবদেবী ফিরে যাবেন মাসির বাড়ি থেকে। এই বছর জগন্নাথ দেব, বলভদ্র, শুভদ্রা দেবীর ফিরে যাওয়ার বহুদা তিথি পড়েছে ২৮ জুন বুধবার। যাওয়ার দিনকে বলে সোজা রথ এবং একই পথে নিজ মন্দিরে ফিরে আসাকে বলে উল্ট রথ।
রথযাত্রা উৎসবকে ঘিরে বিকালে নিমতলা সর্বজনীন দেবালয়, বালিয়াডাঙ্গা মহাশ্মশান জগন্নাথ মন্দির, সন্যাসগাছা ঠাকুরবাড়ি মন্দির, ভালুকঘর ১১ গ্রাম সমন্বিত রথখলা মঠ, কাটাখালী ইসকন মন্দির, কেশবপুর কালীতলা মন্দিরসহ বিভিন্ন মন্দিরে উষা কুর্দন ও সনাতনী ধ্বজ্জা উত্তোলন, বিশ্ব কল্যাণরাগ সমবেত প্রার্থনা, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগারতি ও মহাপ্রসাদ বিতরন অনুষ্ঠিত হয়, বিকাল ৫ টায় আরম্ভ হয় বিশাল মহাশোভাযাত্রা। উক্ত শোভাযাত্রায় অংশ নেয় হাজারো সনাতন ধর্মাবলম্বী।
নিমতলা সর্বজনীন দেবালয় কেশবপুর যশোর শত শত ভক্তবৃন্দের উপস্থিতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় অংশ গ্রহনে প্রধান পৃষ্টপোষক ছিলেন, মহাদেব পাল। রথযাত্রায় নেতৃত্ব দেন, নিমতলা সর্বজনীন দেবালয়ের সভাপতি হরেন্দ্র নাথ সরকার।
ভালুকঘর ১১ গ্রাম সমন্বিত রথখোলা মাঠ হতে রথযাত্রা শুরু হয়ে রবীন্দ্র নাথ ভট্টাচার্যের বাড়িতে (ঠাকুরের মাসীর বাড়ি) এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ১১ গ্রাম সমন্বিত মন্দির কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য্য (বাপি), সাধারণ সম্পাদক শ্যামসুন্দর সরকার, ত্রিমোহিনী ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সুজিত কুণ্ডু, মাস্টার সুশান্ত মল্লিক, পার্থসারথী রায় চৌধুরী, ইউপি সদস্য ইলিয়াস সবুজ, সরোজিত কুণ্ড, সুকান্ত সরকার, তাপস মল্লিক প্রমুখ।
গৌরীঘোনা ইউনিয়ন থেকে অলোক চক্রবর্ত্তী জানান, এবার দ্বিতীয় বারের মত সন্ন্যাসগাছা ঠাকুর বাড়ির পক্ষ থেকে রথ যাত্রা অনুষ্ঠিত হয়। বাড়ি হতে রথযাত্রা শুরু হয়ে অলোক চক্রবর্ত্তীর বাড়িতে (ঠাকুরের মাসীর বাড়ি) এসে শেষ হয়। রথযাত্রায় নেতৃত্ব দেন ভবানন্দ চক্রবর্ত্তী। এসময় সন্ন্যাসগাছা সহ এলাকার শত শত নারী পুরুষ ওই রথযাত্রায় অংশগ্রহণ করেন।
কেশবপুর বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয়ে জগন্নাথদেব, বলভদ্র দেব ও শুভদ্রাদেবীকে ফুল, মিষ্টি দিয়ে পুজো করা হয়। পাশে রথযাত্রায় নেতৃত্ব দিয়েছেন, শ্রী শ্যামল সরকার সম্মানিত ট্রাষ্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়। বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় হতে রথযাত্রা শুরু হয়ে মাগুরাডাঙ্গা ত্রিপল্লি সর্বজনীন মন্দির প্রাঙ্গণ ঠাকুরের মাসীর বাড়ি এসে শেষ হয়।
কথিত রয়েছে রথযাত্রার দিন যদি রথের রশি ছোঁয়া যায়, তাহলে তাতে ১০০ যজ্ঞের সমান পূণ্য লাভ হয়। রথযাত্রায় যাঁরা অংশ নেন তাঁদের মোক্ষ লাভ হয় বলেও বর্ণিত রয়েছে। আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়ার সময়কালেই রথযাত্রার পুজো বিভিন্ন গৃহস্থে আয়োজিত হয়ে থাকে। এই দিনে জগন্নাথদেব, বলভদ্র দেব ও শুভদ্রাদেবীকে ফুল, মিষ্টি দিয়ে পুজো করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।