1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে “March for Justice” খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা মোংলায় বিএনপি নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তেরখাদায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সমাজসেবা কার্যালয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত দেশে প্রতিটি সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অগ্রনী ও সাহসী ভূমিকা রেখেছে ইবাদুল হক রুবায়েদ কে খুলনা জেলা যুবদলের আহ্বায়ক করায় বটিয়াঘাটায় আনন্দ মিছিল “মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ” সাতক্ষীরার কালিগঞ্জে শিবিরের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঝিকরগাছায় অবৈধভাবে মাটি কেটে টাকার পাহাড় গড়ছেন মাটি খেকোর দল মোংলা বন্দররে প্রথম বারের মতো ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম.টি ডলফিন-১৯ পাইকগাছায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল ৪শ রোগীরা ওয়াপদা রাস্তা মেরামতে আমিন এন্ড কোং লিমিটেডের ম্যানেজারের অতিষ্ঠতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হাসিনার দাম্ভিকতাই তার পতনের কারণ : জামায়াত সেক্রেটারি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করা হবে-আজিজুল বারী হেলাল “ফ্যাসিবাদের সকল চিহ্ন বিলোপের মধ্যেই আছে জুলাই বিপ্লবের সফলতা।” গভীর রাতেও জ্বলছে ধানমন্ডি ৩২ এ আগুন , চলছে বুলডোজার শুল্ক কর বৃদ্ধি করাই, বেনাপোল বন্দরে ফল আমদানি বন্ধ  লোহাগড়ায় রোজাদার স্কুল ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন প্রধান শিক্ষক লোহাগড়ায় লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ, মহিলাসহ আহত ৫ চুকনগর বাজার বনিক সমিতির উদ্যোগে ঐতিহ্যবাহী ঢালী খেলা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রভাবশালীর প্রাচীরে অবরুদ্ধ ৫ টি পরিবার; প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪০২ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || স্থাপনা নির্মাণে আইনের বাধ্য-বাধকতা আছে। তবে সকলের জন্য তার প্রয়োগ নেই। ক্ষেত্র বিশেষে আইন শিথিল হয়। সুবিধা পায় ধন্যাঢ্যরা আর গরীবের ক্ষেত্রে নিয়মের বেড়া জালে আটকে যায় সকল সুযোগ সুবিধা। গরীবের একটি টয়লেট নির্মাণ করতে গেলেও পৌর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হলেও ধনীদের ভবন নির্মাণের বেলায় পৌর আইনের প্রয়োগ দেখা যায় না। লোহাগড়া পৌরসভায় চোখে পড়ে এমন বৈষম্য। বৈষম্যের বদৌলতে বঞ্চিত সাধারণ পৌরবাসী। এসব মানুষেরা কর্তা-ব্যক্তিদের পেছনে ছুটে বেড়ান একটু ছাড় পাওয়ার আশায়। কিন্তু কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া শেষ পর্যন্ত কিছুই জোটে না তাদের। কাজ করার স্বার্থে অবশেষে অফিসের প্রতি ডেক্সে দিতে হয় নজরানা। অনুসন্ধান আর ভুক্তভোগী সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে নানা এসব বঞ্চনার কথা।

পৌর নীতিমালায় পৌর এলাকায় যে কোন স্থাপনা নির্মাণ ও পরিবর্তনে কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার কথা উল্লেখ রয়েছে। এজন্য নকশার অনুমোদন গ্রহণসহ জনস্বার্থকে অগ্রাধিকার দিয়েছে স্থানীয় সরকার আইন। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্তৃপক্ষকে তুষ্ট করে স্বার্থ হাসিল করে ধণিক ও বণিক শ্রেণির লোকজন। পৌরসভার লোকজনকে ম্যানেজ করে গড়ে তুলছেন ইচ্ছেমতো স্থাপনা। সড়কের ওপর প্রাচীর নির্মাণ করার ফলে জরুরী পরিসেবা ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সড়কে ডুকতে না পেরে অনেক ক্ষেত্রে পরিবেশ বিপর্যয় ও দুর্ঘটনা ঘটছে,তারপরেও কর্তৃপক্ষ থাকে উদাসীন। এমনকি রুদ্ধ হয় দূর্বলদের পথচলা। বন্ধ হয় বাড়ি থেকে বের হওয়ার সামান্য পায়ে চলার রাস্তা। সাধারণ মানুষের চলাচলে কোন প্রকার বিঘ্ন সুষ্টি করা যাবে না-বাংলাদেশ সংবিধানের এ সংক্রান্ত ধারাকে মানা হচ্ছে না। তারপরও পৌর কর্তৃপক্ষের টনক নড়ে না। কারন আইন শুধু দূর্বলদের জন্য।

সম্প্রতি পৌরসভার ৭ নং ওয়ার্ডের লক্ষীপাশা আদর্শপাড়ায় উপসচিব পরিচয়দানকারী বিটিআরসির সহকারী পরিচালক-সাবরেজিষ্ট্রার দম্পতি পৌরসভা কর্তৃক টেন্ডারের মাধ্যমে নির্মিত প্রায় ১২ বছরের পুরনো হেরিংবোন সড়কের ইট তুলে সীমানা প্রাচীর তৈরী করেন। প্রাচীর নির্মাণের ফলে মুহুর্তেই অবরুদ্ধ হয়ে পড়ে ওই এলাকার ৫টি পরিবার। অবরুদ্ধ পরিবারের পক্ষ থেকে প্রতিকার চেয়ে লোহাগড়া পৌর মেয়র ও লোহাগড়া থানা অফিসার বরাবর আবেদন করা হয়। এক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ যথারীতি নিরব দর্শক বনে গেছেন। আবেদন পেলেও সৃষ্ট সমস্যা সমাধানে ডাকা হয়নি অভিযুক্তদের। দেওয়া হয়নি সড়কের ইট তুলে ব্যক্তিগত কাজে ব্যবহারে কোন কারন দর্শানো নোটিশ। শুধু তাই নয়, প্রভাবশালী ওই দম্পতি কারাগারের প্রাচীর সম দেয়াল তৈরী করে দূর্বলদের বেঁচে থাকার শেষ নিশ্বাসের ওপর হেনেছেন তীব্র আঘাত। প্রাচীর নির্মাণেও মানা হয়নি পৌর কোড।

এমনকি নেওয়া হয়নি পৌর কর্তৃপক্ষের অনুমতি। তবুও ঘুম ভাঙেনি পৌর কর্তৃপক্ষের। কারন, আইন শুধু দূর্বলদের জন্য। প্রতিকারের আবেদনে পড়ছে ধুলা, জমছে গরীবের চোখের পানি। সবলদের কোন অপরাধ নেই। বরং সবলদের ডেকে নিয়ে করা হয় আপ্যায়ন। এ দৃশ্য দেখা ছাড়া গরীবের পাশে দাঁড়ানোর কেউ নেই। আইনরক্ষকদের সাহায্য চাইলেও মেলে একই ধরনের আচরন। থানায় সহযোগিতার জন্য আবেদন নিয়ে গেলে উল্টো হুমকি-ধামকিসহ দেখানো হয় ভয়-ভীতি। উপসচিব পরিচয়দানকারী বিটিআরসির সহকারী পরিচালক মোঃ আলী কাওছার সুমন-মুকসুদপুর উপজেলায় কর্মরত সাবরেজিষ্ট্রার নাজনীন জাহান দম্পতি অবৈধ অর্থের কুপ্রভাবে এলাকায় ত্রাস সৃষ্টি করলেও তাদের বরং সমীহ করা হচ্ছে। দূর্বলদের কথাও তারা শুনতে চায় না। তাদের চোখে দৃর্বলরা মানুষ নয়। তাই কোন উপায় না দেখে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছুটে যান নড়াইল-২ আসনের মানবিক এমপি ক্যাপ্টেন মাশরাফী বিন মোর্ত্তজার কাছে। দেখা করে আইনের অপব্যবহারকারী ও অবরুদ্ধ অবস্থা থেকে পরিত্রাণ পেতে লিখিত আবেদন দাখিল করেছেন তারা। মানবিক এমপি নিজে দুরবস্থার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন বলে ভুক্তভোগীরা জানান।

সাধারণ মানুষ স্থাপনা নির্মাণ করলে হাজির হয় পৌর কর্তৃপক্ষ। ভোটের রাজনীতিতে সাধারণ মানুষের প্রয়োজন পড়লেও পৌরসভা থেকে পাওয়া যাচ্ছে না ন্যুনতম সেবা। বরং ট্যাক্সের বোঝা দিনদিন আরও ভারী হচ্ছে। রাস্তা-ঘাট ও বাড়ি নির্মাণে পৌরবাসীর পারস্পারিক দ্বন্ধ নিরসনে শুধু মিলছে আশ্বাস। কার্যকরী কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। আর তাই প্রভাবশালীদের ভয়ে কুকড়ে গেছে সাধারণ মানুষ। মানবতা আজ কোথায়-প্রশ্ন ভুক্তভোগী মানুষের! এদিকে মঙ্গলবার (২০ জুন) সকাল ১১ টায় লোহাগড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা অবৈধ সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে উপজেলা গেটের সামনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে। মানববন্ধনে এলাকাবাসী ঐ অবৈধ সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার দাবী জানিয়েছেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক (ডিসি) নড়াইলের কাছে স্মারক লিপি প্রদান করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।