শেখ নাসির উদ্দিন, খুলনা || আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২২ জুন) থেকে খুলনার জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক সকালে এই হাটের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত মেয়র বলেন, এই পশুর হাট দক্ষিণাঞ্চলের মধ্যে একটি ঐতিহ্যবাহী হাট। এ কোরবানির হাটে প্রচুর পশুর ক্রয়-বিক্রয় করা হয়। এখান থেকে যে রাজস্ব আদায় হয় তার সুফল ভোগকরে খুলনার নগরবাসী। তাই হাট পরিচালনার সাথে সংশ্লিষ্ট সবাইকে হাসিল আদায়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এই হাটে আসা ক্রয়-বিক্রয়কারী যেন অযথা হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের নিদের্শনা দেন তিনি। খুলনায় অনুমোদনবিহীন কোন পশুর হাট যেন না বসে সে দিকে প্রশাসনকে নজর দিতে হবে। এই হাটে গত বছরের তুলনায় এবছর বেশি পশু বিক্রি হবে এবং বেশি হাসিল আদায় হবে বলে মেয়র আশা করেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও হাট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আমিনুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু, এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, হাট পরিচলনা কমিটির সদস্য সচিব ও ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না ও কেসিসি’র সচিব মোঃ আজমুল হক বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, কেসিসির বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।